বিশেষ প্রতিনিধি
আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর ঢাকায় শ্রমিক সমাবেশ করবে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এ সমাবেশ হবে। সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। এছাড়াও দেশের সকল বিভাগে, মহানগরে, জেলায় শ্রমিক দল নিজ নিজ উদ্যোগে এই কর্মসূচি পালন করবে।
মঙ্গলবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এস যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। যৌথ সভায় সভাপতিত্বে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যৌথসভায় দলটির সিনিয়র নেতৃবৃন্দের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
নজরুল ইসলাম খান বলেন, পহেলা মে সরকারি ছুটির দিন, আমরা আশা করছি সমাবেশের কারণে দূর্ভোগ সৃষ্টি হবে না। শ্রমিক সমাবেশ কিভাবে শান্তিপূর্ণভাবে করা যায় সে ব্যাপারে আমারা আলোচনা করেছি। আমরা আন্তরিকভাবে আশা করছি শ্রমজিবি মানুষের অধিকার আদায়ে মহান মে দিবসটি আমরা যথাযথভাবে পালন করতে পারবো। বাংলাদেশে শ্রমজীবী মানুষ খুব শান্তিতে নেই, তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন এখনও সম্ভব হয়নি। তাই শ্রমিকদের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখতে চায় বিএনপি।
তিনি বলেন, মহান মে দিবসের প্রধান দাবি ছিলো দৈনিক ৮ ঘণ্টা কাজ। কিন্তু আজও সকল শ্রমিক ৮ ঘণ্টা কাজের অধিকার পেয়েছে তা বলা যায় না। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর সঙ্গে বিএনপি একমত। তবে ন্যূনতম মজুরিসহ কিছু বিষয়ে যুক্ত করার বিষয়ে পরামর্শ দেন তিনি।