Jaijaidin

জীবন বদলাবে শত অটোসাজেশন

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

সংশয় যখন বার বার বিশ্বাসকে নাড়িয়ে দেয় কিংবা দুর্বল করে দেয় তখনই একজন মানুষের কোনো না কোনো আশ্রয়ের প্রয়োজন হয়। সংশয়কে হটিয়ে বিশ্বাসকে প্রবল করার সেই আশ্রয়ের নাম অটোসাজেশন। অটোসাজেশন হচ্ছে ভালো ভালো প্রয়োজনীয় কিছু শব্দ, কিছু কথা কিংবা কিছু বাক্যের বার বার উচ্চারণ। যেমন- ‘আমি বিশ্বাসী আমি সাহসী আমি পারি আমি করব’ মনোযোগ সহকারে কয়েক বার উচ্চারণেই ভয় কাটতে শুরু করবে নিশ্চিত। জোরে জোরে হোক কিংবা মনে মনে। ছোট ছোট কথা বা শব্দ বার বার উচ্চারিত হয়ে বিশ্বাসের শক্তিকে ফিরিয়ে এনে তৈরি করবে নতুন বাস্তবতা। ফলে যে কোনো মানুষই ভেতর থেকে বদলে যাবে নীরবে।

আমাদের দেশে অটোসাজেশনকে জনমনে চর্চায় উৎসাহিত করছেন কোয়ান্টাম মেথডের উদ্ভাবক শহীদ আল বোখারী মহাজাতক। জীবন বদলের চাবিকাঠি হাজারো অটোসাজেশন থেকে সংক্ষেপিত শতাধিক অটোসাজেশন নিয়ে অণুবই ‘নিত্যদিন শত অটোসাজেশন’ এখন সাধারণ মানুষের হাতে হাতে। ছোট্ট এ অণুবইটি ব্যাগে বা পকেটে রাখা যায় অনায়াসেই। প্রতিদিন চর্চায় সহজেই বহনযোগ্য। পাতা উল্টালেই প্রতি পৃষ্ঠায় প্রয়োজনীয় একটি অটোসাজেশন।

‘আমি কাজ শুরু করি। কাজের পেছনে লেগে থাকি। বিজয় আমারই’ মনে মনে বার বার আওড়াতে থাকলে কাজে খুব ভালে ফলাফল এনে দিতে পারে অথবা ‘যে সমস্যাই আসুক, সমস্যার অংশ না হয়ে আমি হবো সমাধানের অংশ’ পড়তে পড়তে আমরা সহজেই সমস্যার মুখোমুখি দাঁড়াতে পারব। ভাবনার নতুনত্ব দিয়ে ধাবিত হতে পারবো সমাধানের দিকে।

কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে প্রকাশিত অটোসাজেশনের ছোট্ট এই অণুবইটি নিয়মিত চর্চায় দারুণ কার্যকর। শতাধিক অটোসাজেশন থেকে বেছে নেয়া নিজের প্রয়োজনীয় বাক্যগুলোর নিয়মিত অনুশীলন একজন মানুষের বিশ্বাস, ব্যক্তিত্ব কিংবা অর্জনকে সমৃদ্ধ করবে মন্ত্রের মতো। ‘অন্যের সাফল্যে আমি আমার নিজের সাফল্যের মতোই আনন্দিত হবো’ অটোসাজেশন চর্চা একজন মানুষকে গড়ে তুলবে আরো বেশি সমমর্মী। লেখকের আহ্বান- অটোসাজেশন নিজে নিজেই নিয়মিত অনুশীলন করুন। শুরু করুন আজ থেকেই। বার বার উচ্চারণে অটোসাজেশনের কথাগুলো বিশ্বাসকে রূপান্তরিত করবে শক্তির প্লাবনে। নেতিবাচকতা দূর হয়ে সৃষ্টি হবে নতুন বিশ্বাস; যা নির্মাণ করবে নতুন বাস্তবতা, নতুন জীবন। বদলে যাবে আপনার জীবন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *