Jaijaidin

গুলশানে বন্ধ ব্যাটারি রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল

Shah Alam Soulav
3 Min Read

যাযাদি ডেস্ক

রাজধানীর গুলশান এলাকায় আগে শুধুমাত্র নিবন্ধিত প্যাডেল চালিত রিকশা চলাচল করলেও বিগত ৭/৮ মাস ধরে ব্যাটারিচালিত রিকশাও অবাধে চলাচল করছিল। তবে আজ (শনিবার) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার গুলশান ১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়কসহ ভিতরের সড়কগুলোতেও চলাচল করতে দেখা যায়নি ব্যাটারিচালিত রিকশা। দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশা চালককে গুলশান-২ নম্বরের দিক থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করতে দেখা গেছে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে গুলশানের স্থায়ী নিবন্ধিত প্যাডেল রিকশা চালক আজাহার আলী বলেন, এটা খুবই ভালো। ব্যাটারিচালিত রিকশা গুলশানের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করে, এই গাড়ি ওই গাড়ির সাথে ধাক্কা লাগায়। আজ ব্যাটারিচালিত রিকশা গুলশানে ঢোকেনি, তাই সড়কের পরিবেশও খুব ভালো আছে।

গুলশানের বাসিন্দা হাবিবুর রহমান মিয়া বলেন, আগে গুলশানে শুধু নিবন্ধিত রিকশাগুলো চলাচল করতো, এতে করে পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু গত সাত-আট মাস ধরে ব্যাটারি চালিত রিকশা চলাচল করে গুলশানের ভিতরে পরিবেশ নষ্ট করে দিয়েছে। তারা একে গুলশানের ভেতরে চেনেও না, আবার দ্রুতগতির রিকশা এনে দুর্ঘটনা ঘটায়। স্থায়ী বাসিন্দারা এসব রিকশার কারণে সড়ক পারাপারেও ভয় পান। আজ এসব রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে না , যে কারণে ভেতরের পরিবেশটা আজ খুব ভালো লাগছে। গুলশান সোসাইটিকে আরও বেশি কঠোর হতে হবে।

দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারিচালিত রিকশাচালক মিলে একটি মিছিল বের করে গুলশান-২ থেকে গুলশান-১ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। মিছিলে অংশ নেওয়া ব্যাটারিচালিত রিকশাচালক মুঞ্জু বলেন, গুলশান এলাকা কারো নিজস্ব সম্পত্তি না, অন্য রিকশা চললে এখানে ব্যাটারিচালিত রিকশাও চলতে দিতে হবে। এই রিকশা চলাচলের দাবি নিয়ে আজ আমরা মিছিল বের করেছি। গুলশান সোসাইটির সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের এখানে চলাচল করতে দিতেই হবে।

গুলশানে ব্যাটারিচালিত রিকশা বন্ধের বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন ঢাকা পোস্টকে বলেন, স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় ক্রমান্বয়ে সব এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *