Jaijaidin

আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছেঃ বিএনপি

Shah Alam Soulav
3 Min Read

বিশেষ প্রতিনিধি

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জাতীয় নাগরিক পার্টি- (এনসিপি) নেতারা অপপ্রচার করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার বিকেলে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে একটি প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ জানান সচেতন নাগরিক সমাজ সহ নেতৃবৃন্দরা।

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’তে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ণবাসন এবং গত ১৪ এপ্রিল সোমবার রূপনগরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর প্রেম সংক্রান্ত ঝামেলা নিয়ে এনসিপি নেতাদের বিশৃঙ্খলা হামলা দলীয়ভাবে নিয়ে মিথ্যা অপপ্রচার চালানোসহ বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক এর বিরুদ্ধে ভূল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তরের রূপনগর থানার সর্বস্তরের সচেতন নাগরিকের পক্ষ থেকে এ প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ বিক্ষোভ ও মানববন্ধনে রাজধানীর রূপনগরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি প্রায় ২০ হাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। গত ১৫ এপ্রিল রূপনগরে ঘটে যাওয়া প্রেম ঘঠিত ঘটনা কে কেন্দ্র করে মিরপুর-১০ নম্বর গোল চত্তরে অপপ্রচার চালায় এনসিপি। যেখানে প্রেমঘঠিত ঘটনাকে উল্লেখ না করে বিএনপি চাঁদাবাজি করে এই মর্মে বক্তব্য দেয় এনসিপি নেতারা। যেখানে ক্লিন ইমেজের নেতা আমিনুল হকের বিরুদ্ধেও মিথ্যা তথ্য ছড়ানো হয়। এমন বক্তব্যের অভিযোগ জানিয়ে বিএনপি নেতারা বক্তব্যে বলেন, বিএনপি নেতা আমিনুল হকের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এনসিপি অপপ্রচার করছে।

এ সময় বিএনপি নেতারা আরো বলেন – আমিনুল হকের বিরুদ্ধে যাই করেন, যত অপপ্রচার করেন তার কিছুই করতে পারবেন না। আমরা তৃণমূল বিএনপি নেতাকর্মীরা আমিনুল হক কে মাথায় করে রাখবো। আপনারা ভালো কাজ করার সুযোগ দেন, ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করেন। কোন ব্যক্তি খারাপ কাজ করলে তার বিরুদ্ধে বলেন। কিন্তু একজন ভালো মানুষ ও দক্ষ সংগঠকের বিরুদ্ধে আপনারা এমন অপপ্রচার করতে পারেন না।

এ সময় বিএনপি নেতারা এনসিপি নেতাদের বক্তব্য অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানায় এবং পাশাপাশি তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, রূপনগরের সচেতন নাগরিকসহ বিএনপি নেতা কর্মীরা প্রায় ২০ হাজারের অধিক লোক নিয়ে প্রতিবাদ সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলটি মিরপুর-১১ নম্বর থেকে মিরপুর অরজিনাল ১০ হয়ে প্রশিকার মোড় দিয়ে রূপনগর আবাসিক মোড়ে এসে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টুর সভাপতিত্বে প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন,মহানগর সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, আফাজ উদ্দিন, মহানগর সদস্য শামীম পারভেজ, রেজাউর রহমান ফাহিম, হাফিজুর রহমান শুভ্র, হুমায়ুন কবির রওশান, নূরুল হুদা ভূইয়া নূরু, আশরাফুজ্জাহান হাহান, আবুল হোসেন আব্দুল, মাহবুবুর রহমান ও তাসলিমা রিতা প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *