যাযাদি ডেস্ক
রাজধানীর মিরপুরের শাহআলীতে পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় কিশোর গ্যাং লিডার রবিউল ইসলাম রুবেল ওরফে ডুক্কু রুবেলসহ সাতজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার রাতে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রুবেল বাদে গ্রেফতারকৃতরা হলেন- শান্ত ইসলাম, সিজয় আহমেদ ওরফে রমজান আলি, আলম, ইয়াকুব আলী, আমিনুল ইসলাম ও সোহেল।
ডিবি মিরপুর বিভাগ সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনায় হওয়া মামলার বাদী জহিরুল ইসলাম। তিনি শাহআলী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
গত সোমবার যুবদল কর্মী রাব্বি খান লোকজন নিয়ে ছাত্রহত্যা মামলার আসামি শাহআলী থানার ৯৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শরিফকে আটক করে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে তারা সেখানে পৌঁছানোর আগে আসামি রফিকুল ইসলাম বগা বাবু তার লোকজনকে নিয়ে শরিফকে সেখান থেকে ছিনিয়ে নেয়।এ নিয়ে রফিকুলের সঙ্গে মামলার বাদীর বাগবিতণ্ডা হয়।
এর জেরে কিশোর গ্যাংয়ের সদস্যরা গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শাহআলী থানার ঈদগাহ মাঠের পাশে ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের অফিসে এসে জহিরুলকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু স্থানীয়দের বাধার মুখে তারা তা করতে পারেনি। একপর্যায়ে মামলার আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে অফিসের সামনের সড়কে জহিরুলের ওপর হামলা চালায়। এতে জহিরুলসহ বেশ কয়েকজন আহত হন।
ডিএমপির শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শাহআলী থানার একটি মারামারির মামলার ঘটনায় ডিবি পুলিশ সাতজনকে গ্রেফতার করেছেন। মামলার অন্য আসামিদের বিরুদ্ধে অভিযান চলছে।