Jaijaidin

সংস্কার একটা চলমান অনিবার্য প্রক্রিয়া: নজরুল ইসলাম খান

Shah Alam Soulav
4 Min Read

বিশেষ প্রতিনিধি

‘সংস্কার একটা চলমান অনিবার্য প্রক্রিয়া, হতেই হবে’ বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলের পক্ষে সূচনা বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য এই কথা বলেন।

তিনি বলেন, ‘ সংস্কার একটা চলমান অনিবার্য্ প্রক্রিয়া, হতেই হবে। আমি যখন একা আমার ঘরে থাকি তখন ঘরের যে সেটআপ যখন বিয়ে করি সেটা বদলে যাবেই। আমাদের যখন সন্তান হবে তখন সেটা আবার বদলে যাবে। আরেকটা সন্তান হলে আরো বদলে যাবে… তাদের বয়স যখন বাড়বে তখন আবার বদলে যাবে।

‘‘ সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়… বদলাবেই… অনিবার্য্ চলমান প্রক্রিয়া বলছি এটাকে।”

তবে নজরুল ইসলাম খান এও বলেন, ‘‘ আমরা সবাই চাই, ভালো চাই। আরও ভালো চাই, আরও ভালো চাই।”

‘‘ কিন্তু খুব ভালো করার জন্য যেন আমরা এতো সময় না নেই যাতে মানুষের পরিবর্তনের যে আকাংখা সেটা স্তিমিত হয়ে যায়। নিশ্চয় আমরা ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে, সব সময় থাকবে।”

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের এলডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে এই বৈঠক শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্র্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার।

নজরুল ইসলাম খান বলেন, ‘‘ আমরা কালকেও প্রধান উপদেষ্টাকে বলেছি, বিএনপির চাইতে বেশি সংস্কার বাংলাদেশে কোন রাজনৈতিক দল করেছে? রাজনৈতিকভাবে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা তো বিএনপি করেছেন। বহু দলীয় গণতন্ত্র তো বিএনপি পুণঃপ্রতিষ্ঠা করেছে, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি প্রতিষ্ঠা করেছেন।”

‘‘ তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি প্রতিষ্ঠা করেছে, প্রশাসনের বিকেন্দ্রীকারণ তো অনেক ক্ষেত্রে করেছে। এমনকি বিএনপি তো গ্রাম সরকার প্রবর্তন করেছে। তাতে আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে চাই। আপনি মুক্ত বাজার অর্থনীতি বিএনপি চালু করেছে, দুর্নীতি দমন কমিশন বিএনপি গঠন করেছে। আজকে অর্খনীতির সরকারের রাজস্ব আয়ের অন্যতম খাত হলো ভ্যাট… বিএনপি করেছে। আজকে অর্থনীতির মূল স্তম্ভ পোষাক খাত বিএনপির হাতে হয়েছে, কৃষি উন্নয়ন, প্রবাসী কর্মসংস্থান, পল্লী বিদ্যুতায়ন থেকে শুরু করে সমবায় উন্নয়ন, কুটির শিল্প… বিএনপি সংস্কারের বিপক্ষে না, বিএনপি সংস্কারের দল।”

তিনি বলেন, ‘‘ তারপরও কেউ কেউ নানা কথা বলেন, তারা যখন সংস্কারের ‘স’ উচ্চারণ করেনাই… তখন তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ দিয়েছেন। কেউ যখন সংস্কারের কথা ভাবেনি তখন শহীদ জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দিয়েছেন।”

‘‘ আমরা সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং আমরা এটা বলেছি, এর চেয়ে ভালো প্রস্তাব থাকলে সেটা সাদরে গ্রহন করব। কাজেই যদি ঐকমত্য কমিশনের সনদ নাও হয় বিএনপির জন্য সনদ আছে একটা… সংস্কারের সনদ। কাজেই আমরা সংস্কারের পক্ষে।”

নজরুল বলেন, ‘‘ আমরা একটা জিনিস বলব, সব কিছুর উপরে জনগন। জনগন কার মাধ্যমে সম্মতি জানায় আমরা জানি।”

‘‘ আমরা বিশ্বাস করি, এমন যোগ্য মানুষরা এই কমিশনের দায়িত্ব পেয়েছেন, তাদের নেতৃত্বে এই কমিশন কাজ করেছে। তাদের সহযোগিতায় আমরা আাগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারব।”

গত ১৫ ফেব্রুয়ারি বেইলি রোড়ে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্মত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ সবগুলো রাজনৈতিক দলের সাথে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস সভাপতিত্ব করেন।

এরপর থেকে সংসদ ভবনের এলডি হলে আলী রীয়াজের নেতৃত্বে কমিশন সদস্যরা আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে।

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চূড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। প্রথম বৈঠকটি হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি(এলডিপি) সাথে। এই পর্যন্ত তারা ১১ টি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষ করেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *