বিশেষ প্রতিনিধি
ক্ষমতা কিভাবে ধরে রাখবে সেই চিন্তাতেই ব্যস্ত আছে অন্তর্বর্তীকালীন সরকার। আর প্রশাসন একদম নিশ্চুপ ভুমিকা পালন করছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বুধবার ফ্যাসিবাদের প্রতিকৃতি নির্মানে ভূমিকা রাখা শিল্পী মোনেরেন্দ্র ঘোষের গ্রামের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন আমরা আগেই বলেছি ফ্যাসিবাদের পতন হলেও তাদের অথর্নৈতিক পতন হয়নি। পলাতক স্বৈরাচারের দোষররাই এই কাজটা করেছে৷ ফ্যাসিবাদের বিষাক্ত থাবা বিস্তার করার জন্য মাঝে মাঝেই তাঁরা উঁকি দিচ্ছে।
বিএনপির পক্ষ থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদ যে কতোটা ভয়াবহ হতে পারে এই ঘটনা তার উদাহরণ৷ এদের কোন মানবতাবোধ নেই। এরা শুধুমাত্র ক্ষমতার আরাধনা করতো, তা করতে গিয়ে জনগণের সম্পদ লুট করেছে৷
তিনি আরও বলেন আমার কষ্ট লাগে এখন যে সরকার আছে তারা নির্বিকার৷ তারা ক্ষমতা কিভাবে ধরে রাখবে সেই চিন্তাতেই ব্যস্ত আছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন একদম নিশ্চুপ ভুমিকা পালন করছে। তাদের মধ্যে নূন্যতম আন্তরিকতা ও উদ্যোগ নেই বলেই আজকের এই পরিস্থিতি সৃষ্টি।
ফ্যাসিবাসের দোষরদের দমন করা, তাদেরকে আইনের আওতায় আনা এই সরকারের প্রধান কাজ উল্লেখ করে রিজভী বলেন এ সরকার তা করতে ব্যর্থ হয়েছে। যার ফলে বার বার গনতন্ত্রকামী মানুষরা হামলার শিকার হচ্ছে। প্রশাসনের অনেককে বদলি করা হয়েছে তারা সেখানে গিয়ে শেখ হাসিনার পারপাস সার্ভ করছে। এসব করলে হবে না; ফ্যাসিবাদের দোসর প্রশাসনের লোকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
সরকার এসবে কর্ণপাত করেনি বলে মোনেরেন্দ্র ঘোষের মতো শিল্পী ও সংস্কৃতি কর্মীর উপর তারা আঘাত করেছে এবং তার গ্রামের বাড়ি পুড়িয়ে দিয়েছে।