Jaijaidin

কোস্টগার্ড-মাদক কারবারিদের গোলাগুলিতে নিহত ১

Shah Alam Soulav
2 Min Read

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক কারবারি ও ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় এক মাদক কারবারি নিহত হন।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন মো. সিয়াম উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপ এবং শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মিয়ানমারের মংডুর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ইঞ্জিনচালিত বড় একটি ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্টগার্ডের আভিযানিক দল বোটটিকে থামার সংকেত দিলে তা অমান্য করে দ্রুতগতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। এসময় কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে বোটটিকে থামার সংকেত দেন। পরে বোট থেকে কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু হয়।

এসময় কোস্টগার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজ করার উদ্দেশ্যে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে বোটটি থেমে যায় এবং অভিজানিক দল বোটটিকে আটক করতে সক্ষম হয়। পরে বোটে তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলা জব্দ এবং ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারীকে আটক করা হয়।

কোস্টগার্ড আরও জানায়, বোটটিতে তল্লাশি করার সময় ইঞ্জিনরুমে একজন পাচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *