লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্পেন প্রবাসী সাইজুদ্দিন দেওয়ান হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, নিহতের স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রায় দুই ঘন্টা ব্যাপি মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি চলে।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান, নিহত প্রবাসী স্ত্রী নারগিস বেগম, বর ছেলে লিখন ও ছোট ছেলে নাসিম এবং স্থানীয় সোহাগ হোসেন, ফয়সাল, মাসুদ।
বক্তারা বলেন, প্রধান আসামি ফারুক কবিরাজ ও তার ভাই মেহেদী কবিরাজ বিএনপি নেতা হওয়ায় পুলিশ এখনো তাদের গ্রেফতার করছেন না। এই দুই আসামি গ্রেফতার না হওয়ায় নিহত ব্যক্তির পরিবারের সদস্যসহ এলাকার মানুষজনকে নানা ধরনের ভয়ভীতি ও মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছে। দলের পরিচয় দিয়ে ফের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন।
এই দুই আসামিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
হত্যার ছয় দিনে প্রধান আসামিসহ তার ভাই গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীর স্ত্রী নারগিস বেগম বলেন, ‘আমার স্বামীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলার প্রতিটি আসামি বিএনপি ও এর সহযোগী সংগঠনের পদধারী নেতা। তাই পুলিশ আসামিকে ধরতে ভয় পাচ্ছে। এতে আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
গত ৭ এপ্রিল সোমবার বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সাইজুদ্দিন দেওয়ান (৪৫) নামের স্পেন প্রবাসী নিহত হন। সংঘর্ষের ঘটনায় আরও অন্তত ১৫ জন আহত হন। ওই দিন বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মধ্যচরবংশী বেড়িবাঁধ, বাবুরহাট ও খাসেরহাট বাজারে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গত বুধবার নিহতের বড় ভাই হানিফ দেওয়ান বাদী হয়ে রায়পুর থানায় হত্যা মামলাটি করেন।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জামিলুল হক বলেন, ফারুক কবিরাজ ও মেহেদী কবিরাজসহ সকল আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।