যাযাদি ডেস্ক
এবারের পিএসএলের ড্রাফট থেকে লিটন দাসকে দলে ভিড়িয়েছিল করাচি কিংস। সিলভার ক্যাটাগরি থেকে ডানহাতি এই ব্যাটারকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি থেকে পুরো আসরে খেলার অনুমতিও পেয়েছিলেন তিনি। সেই সুবাদে পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন।
যদিও আঙুলের ইনজুরির কারণে পিএসএলে না খেলেই দেশে ফিরছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এমনটা নিশ্চিত করেছেন লিটন নিজেই।
অনুশীলন করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন লিটন। পরীক্ষা করে দেখা যায় তার আঙুলে চিড় ধরেছে।
অন্তত দুই সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন লিটন। করাচি কিংসকে শুভকামনা জানিয়ে ফিরছেন তিনি।
ফেসবুক পোস্টে লিটন লিখেছেন,‘করাচির কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন।
অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি। স্ক্যান করার পর জানা গেল যে আঙুলে চিড় ধরেছে, এবং সুস্থ হতে কমপক্ষে ২ সপ্তাহ সময় লাগবে।’
‘দুঃখজনকভাবে, আমার পিএসএল অভিযান শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি। দ্রুত সুস্থতার জন্য আপনাদের প্রার্থনা ও ভালোবাসা কামনা করছি।
করাচি কিংসের দলের সকলকে শুভকামনা জানাচ্ছি।’
আজ ১২ এপ্রিল বাংলাদেশ সময় রাত ৯টায় মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে করাচি কিংসের এবারের পিএসএল মিশন।