Jaijaidin

নরসিংদীতে বহুল সমালোচিত নারী শিক্ষক অবশেষে সাসপেন্ড

Shah Alam Soulav
1 Min Read

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে বহুল সমালোচিত নারী শিক্ষক শারমিন রেজোয়ানাকে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ থেকে সাময়িক ভাবে সাসপেন্ড করা হয়েছে। নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায়- এর গত মঙ্গলবার ৮ এপৃল তারিখে স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাসপেন্ড করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নরসিংদী সদর উপজেলার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারমিন রেজোয়ানা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা ২০১৯ এর ২ এর ক, ঘ, চ এবং ছ- এর আইনের ধারা লংঘন করায় তার বিরুদ্ধে বিভাগীয় পর্যায়ে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে বিভাগীয় পর্যায়ের মামলা চলমান ধারা অব্যাহত রাখার স্বার্থে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(১) ধারা মোতাবেক তাকে সরকারি চাকরি থেকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, এই সমালোচিত নারী শিক্ষক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে অশালীন এবং কুরুচিপূর্ণ ভিডিও ভাইরাল করেছে, যা জনসমাজে ব্যাপক সমালোচিত হয়েছে এবং হচ্ছে। এসব ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে গঠিত তদন্ত কমিটির রিপোর্টে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এতে আইনের বিধি মোতাবেক তার ব্যাপারে অফিসিয়াল এই অ্যাকশান নেয়া হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *