Jaijaidin

গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিএনপির সৃষ্টি: আমির খসরু

Shah Alam Soulav
1 Min Read

বিশেষ প্রতিনিধি

বিএনপি গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন’ থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির রাজনীতিইতো হচ্ছে বিনিয়োগের রাজনীতি। এই যে বাংলাদেশে আজকে গার্মেন্ট শিল্প দেখতে পাচ্ছেন, বাংলাদেশে প্রাইভেট সেক্টরে প্রবৃদ্ধি যেটা হচ্ছে আমাদের পলিসিরর কারণে হয়েছে।

বিএনপি শাসনামলের উচ্চ প্রবৃদ্ধি হয়েছে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপি ক্ষমতা ছাড়ে আজ থেকে একুশ বছর আগে, ৭.০৬ শতাংশ প্রবৃদ্ধি তখন বাংলাদেশে। সেই ধারা অব্যাহত থাকলে আজকে ত বাংলাদেশে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হবার কথা কিন্তু বিগত দিনগুলোতে দেখি যে এটা নষ্ট করে দেয়া হয়েছে।

বিনিয়োগ সম্মেলনে দেয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একজন বক্তা ওখানে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকলে অর্থনৈতিক অবস্থা ভাল হবে। সুতরাং আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে হবে। এবং অবশ্যই সেটা একটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। সেখানেই কিন্তু বিনিয়োগ কারীদের বেশি কনফিডেন্স। তারা চাই একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক সেখানে তারা বিশ্বাস বেশি পায়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *