বিশেষ প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাণিজ্য–ঘাটতি কমাতে আরো ১০০ পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। আশাকরি এর ইতিবাচক প্রভাব পড়বে।
তিনি বলেন, মূল বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য–ঘাটতি কমানো। আমরা এ নিয়ে কাজ করছি।
মঙ্গলবার (৮ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।
সামগ্রিকভাবে শুল্ক আরোপের ফলে মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে, এটা সামাল দিতে কৌশল কী হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শেখ বশিরউদ্দীন বলেন, ‘বিভিন্ন রকমের বিশ্লেষণ করছি। আসলে বিষয়টা অতি পরিবর্তনশীল একটা বিষয়।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, গতকাল মার্কিন প্রশাসন বলেছে, চীন যে ট্যারিফ ঘোষণা করেছে, এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র নতুন করে আরো ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে পারে।
এ ধরনের পরিবর্তনশীল অবস্থায় যেকোনো সিদ্ধান্ত নেওয়া জটিল।
ঢাকায় নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারকে পাঠানো চিঠির বিষয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে সেটি দূর করতে আমরা উন্মুক্ত আলোচনা ও সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের শুল্ক তালিকায় ১৯০টি পণ্য শূন্য বা শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে এবং আরো ১০০টি পণ্যকে এ তালিকাভুক্ত করার বিবেচনায় রাখা হয়েছে।’