Jaijaidin

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তা, প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৩

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে হেনস্তা ও তার ভাইকে মরধরের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্তসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন- সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)।

বুধবার (২ এপ্রিল) গভীর রাতে রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা, রমনা থানাধীন বেইলি রোড এলাকা এবং শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব-৩। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া।

তিনি জানান, বুধবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যকর সৃষ্টি করে। বিষয়টি নজরে এলে তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-৩। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় এই ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর রমনা থানাধীন বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম এবং শ্যামপুর থানাধীন গেন্ডারিয়া এলাকা থেকে মো. কাউসার হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের রামপুরা থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে হেনস্তার শিকার হন রাফিয়া তামান্না নামের ওই নারী সাংবাদিক। তিনি ইংরেজি দৈনিক নিউ এইজে কাজ করেন।

রাত সোয়া ১২টায় রাফিয়া তামান্নার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বনশ্রী ই-ব্লকের তিন নম্বর রোডের মুখে একটি জুসের দোকানের সামনে স্থানীয় কয়েকজন যুবক তাকে উত্যক্ত করতে শুরু করে। এ সময় সঙ্গে থাকা তার ভাই এর প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়। পাশাপাশি তাকেও শারীরিকভাবে লাঞ্চিত করা হয়।

এই ঘটনায় রাতে রাজধানীর রামপুরা থানায় একটি মামলা করেন তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *