Jaijaidin

এপ্রিলে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। সোমবার (৩১ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫.০০ টাকা, কেরোসিন ১০৫.০০ টাকা, অকটেন ১২৬.০০ টাকা এবং পেট্রোল ১২২.০০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) থেকে এ মূল্য কার্যকর হবে বলেও আদেশে জানানো হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *