রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণঞ্জের রূপগঞ্জে মাইক্রোফাইবার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এ ওয়ান পোলার লিমিটেড গার্মেন্টসে কর্মরত সাড়ে ১৩ শ্রমিক কর্মচারীদের বেতন, বোনাস পরিশোধ ও ঈদ উপহার (চাল, ডাল, তেল, সেমাই, চিনি, গুড়ো দুধ) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার আউখবাে এলাকায় উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীদের মধ্যে এ ঈদ সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানে পরিচালক (টেকনিক্যাল) মিজানুর রহমান পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন সহ মহা ব্যবস্থাপক কামরুল হাসানসহ অনেকে।
বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে বেতন-ভাতার দাবীতে আন্দোলনের প্রেক্ষাপটে কোন প্রকার আন্দোলন ছাড়া বেতন, বোনাস ও ঈদ সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত এ ওয়ান পোলার গার্মেন্টসের শ্রমীক-কর্মচারীরা।
শ্রমীকরা জানান, অন্যান্য গার্মেন্টস ফ্যাক্টরীর মালিক ও শিল্পপতিরা ব্যবসা লাভ করে বিদেশের বাড়ি গাড়ি নির্মান করে। নিজেদের ছেলে মেয়েদের বাহিরে লেখাপড়া করায়। কিন্তু এ ওয়ান পোলারের মালিক শ্রমীকদের বেতন ভাতা ছুটি ও ন্যায্য মজুরী নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করেন।
এসময় পরিচালক( টেকনিক্যাল) মিজানুর রহমান পাটোয়ারী বলেন, যে কোন শিল্প প্রতিষ্ঠান সঠিক ভাবে পরিচালনা করতে হলে মালিক শ্রমিক, কর্মচারীদের মধ্যে অবশ্যই সু সম্পর্ক থাকতে হবে। সস্পর্ক ভাল থাকলে প্রতিষ্ঠানের উন্নয়ন করা সম্ভব। ঈদের আনন্দ ভাগাভাগি করতে মাক্রোফাইবার গ্রুপ সব সময় প্রতিষ্ঠানের সকল শ্রমিক কর্মচারিদের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়ে আসছে। এছারাও আমাদের প্রতিষ্ঠানের শ্রমীক-কর্মচারীদের বেতন প্রতিমাসে নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করা হয়।