Jaijaidin

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেডআরএফের ঈদ উপহার

Shah Alam Soulav
3 Min Read

বিশেষ প্রতিনিধি

‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’বহুল আলোচিত এই স্লোগানটি সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) এর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার (২৮ মার্চ ) বেলা বেলা ১১ টায় চব্বিশের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গণ আন্দোলনে শহীদ গোলাম নাফিস এর মমতাময়ী মা-বাবা ও শহীদ শাহীদুল ইসলাম এর মমতাময়ী মায়ের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। গত ২৫ মার্চ থেকে সারাদেমে একযোগে এ কার্যক্রম শুরু হয়।

শহীদ নাফিসের মহাখালির বাসায় গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্মারক পত্র ও ঈদ উপহার তোলে দেন জেডআরএফ এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফ এর পরিচালক প্রকৌশলী মো. মাহবুব আলম ও সদস্য ডা. জাহাঙ্গীর আলম।

জেড আরএফ এর পরিচালক সাঈদ খান বলেন, জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমান, ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এবং নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের সরাসরি তত্ত্বাবধানে এ কার্যক্রম চলছে। আমাদের স্বেচ্ছাসেবকরা আহত নিহতদের বাড়ি বাড়ি গিয়ে এ উপহার সামগ্রী এবং শহীদ পরিবারকে সম্মান জানিয়ে তারেক রহমানের চিঠি পৌঁছে দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ফাউন্ডেশনের এ কার্যক্রম সারাদেশে একযোগে চলছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে জেডআরএফের পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হচ্ছে। দুই-একদিনের মধ্যেই আমাদের এ কার্যক্রম শেষ হবে। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দিবে স্বচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ এই স্লোগানটি ধারণ করে আমাদের জনসেবামূলক কাজ চলমান থাকবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিন সিলেটের গোলাপগঞ্জে সাত শহীদ পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশনায়, নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনারের তত্ত্বাবধানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত সিলেট বিভাগের ৩০ শহীদ বীরের স্বজনসহ সারা দেশে শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) সারাদেশে সাড়ে আটশত শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের বিষয়ে গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. ডোনার বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সদস্যদের চাঁদা এবং অনুদান আর্ত মানবতার সেবায় ব্যবহার করা হয়ে থাকে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা খরাসহ বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকের সময় এ প্রতিষ্ঠান দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে।
তিনি বলেন, বিগত জুলাই আগস্ট বিপ্লবের সময় গুলিবিদ্ধ আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিয়েছে। সম্প্রতি ফেনী এলাকায় যে ভয়াবহ বন্যা হয়ে গেল সেখানেও বন্যার্তদের মাঝে ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী সরবরাহ করেছে এ প্রতিষ্ঠান। আগামী দিনে ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যরা যেকোনো বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়াবে এ অঙ্গীকার ব্যক্ত করছি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *