Jaijaidin

অবৈধ সম্পদ অর্জন: আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর নামে মামলা

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম ও তার স্ত্রী নামে দুটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের প্রধন কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মাধ্যমে আসামি মুহাম্মদ আশরাফুল আলমর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৩৩ লাখ ৯৮ হাজার ৮শ ২৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রেখেছেন এবং তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে তার নামীয় তিনটি ব্যাংক হিসাবে এক কোটি ৩৪ লাখ ৩৯ হাজার ৫শ ৭২ টাকার সন্দেহজনক লেনদেন করে উহার হয়ান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক ও আমেরিকায় বাড়ি ক্রয় করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭/১), ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও জানান, আসামি রেজওয়ানা নূর স্বামীর ক্ষমতার অপব্যবহার করে মোট ছয় কোটি ১২ লাখ ৪৯ হাজার ৮শ ৩৭ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ও ৪(৩) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় আরেকটি মামলা রুজু করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *