Jaijaidin

দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল

Shah Alam Soulav
2 Min Read

যাযাদি ডেস্ক

দৈনিক আমাদের জন্মভূমি দেশ ও জাতির কথা বলে স্লোগানে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২৬ মার্চ রোজ বুধবার প্রধান কার্যালয় সপুরা শালবাগান বোয়ালিয়া রাজশাহী অফিসে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কাজী মুহাম্মদ আব্দুল হালিমের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করা হয় ।

দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে ও মোঃ শাকিল আহমাদের সঞ্চালনায়

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,সাংবাদিক পেশা একটি মহান পেশা ও সম্মানের পেশা । দেশ ও জাতির কারিগর সাংবাদিক। সত্য মিথ্যা তুলে ধরা তাদের কাজ। তাই আমি প্রত্যেকটা সাংবাদিকে বলতে চাই সত্যকে তুলে ধরুক দেশকে এগিয়ে নিয়ে যাক। এবং দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকাতে থাকতে পেরে আমি আনন্দিত পত্রিকার জন্য দোয়া ও ভালোবাসা রইল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন :দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি,ও উত্তরবঙ্গ প্রতিদিনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এম এ হাবিব জুয়েল, রাজশাহী পদ্মা প্রেস ক্লাবের সভাপতি ও জনতার কথার সম্পাদক এহসান হাবীব তারা, বিভিন্ন বক্তব্যের মধ্যে সাংবাদিকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সভাপতিত্বের বক্তব্যে মোঃ সোহেল রানা বলেন, দৈনিক দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকা প্রিন্ট করার অনুমতি পেয়েছি। আমরা ঈদের পর থেকে নিয়মিত পত্রিকা বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার মফস্বল সম্পাদক ইলিয়াস মোল্লা, সিনিয়র স্টাফ রিপোর্টার বানী ইসরাইল হিটলার,দুর্গাপুর প্রতিনিধি মোঃ সুমন আমিনুল ইসলাম আমিন, মোঃ তুহিন, মোঃ ইউনুস, মোঃ কবীর হোসেন , শ্রী বিশ্বনাথ হলদার, মোঃ শাহী, মিস রত্না খাতুন, মোসা: সেতু , তানজিলা ইসলাম মিসকা, সহ আরো অনেকে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *