সোনারগাঁও প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা ও পৌরসভা গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের আয়োজনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেনী পেশার সর্বসাধারণের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতো ২৫ মার্চ উপজেলার বারদী ইউনিয়নের আলমদীতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে ইফতারের অনুষ্ঠানসূচি শুরু হয়। ইফতারের পূর্বে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য প্রদান করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ – ৩ সোনারগাঁ আসনের সাংসদ পদপ্রার্থী মোঃ ওয়াহিদুর রহমান মিল্কী।
সোনারগাঁও পৌরসভা গণঅধিকার পরিষদের আহবায়ক উলফত কবির মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিস শু’রা সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সোনারগাঁ উপজেলা সেক্রেটারি ফারুক আহমদ মুন্সী, জামায়াতের শু’রা সদস্য জনাব আবু বকর সিদ্দিক, সনমান্দি ছাত্রদল সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁও পৌরসভা ছাত্রদল আহবায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও সোনারগাঁ উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ নাজিউর রহমানের তত্বাবধানে অনুষ্ঠানে দলের উপজেলা যুগ্ন আহবায়ক মোঃ গিফারী, নারায়ণগঞ্জ জেলা দপ্তর সম্পাদক মোঃ ওয়াসিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি মোঃ মুহিবুল্লাহ, মহানগর যুব অধিকারের সেক্রেটারি মোঃ শুভ, পৌরসভা সদস্য সচিব মোঃ আবু বকর সিদ্দিক, শ্রমিক অধিকারের মোঃ শাহজাহান, পেশাজীবি অধিকারের মাসুদুর রহমান সহো দলের ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।