Jaijaidin

শেখ হাসিনা এখনো প্রতিহিংসা থেকে হত্যার নির্দেশনা দেন : রিজভী

Shah Alam Soulav
3 Min Read

বিশেষ প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, ‘হাজার হাজার শিশু-কিশোর, তরুণ-যুবকের রক্ত নিয়েও এখনো তার (শেখ হাসিনার) রক্তপিপাসু মন শান্ত হয়নি। এখনো তিনি প্রতিহিংসা থেকে হত্যার নির্দেশনা দেন। যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়।’

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় রংপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবীর রিজভী বলেন, ‘জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। তার মধ্যে এখনো হত্যার মানসিকতা ও প্রতিহিংসা রয়েছে।’

রিজভী বলেন, ‘এই শেখ হাসিনা ক্ষমতাকে চিরকাল নিজের করে রাখার জন্য নির্বাচন ও গণতন্ত্র ধ্বংস করেছেন। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে রাতের ভোট, এবং ২০২৪ সালে ডামি নির্বাচন করেছেন, যা ইতিহাসে বিরল ঘটনা।

রিজভী আরো বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এক লাখ লোক মারা যাবে, কিন্তু ৫ আগস্টের পর দেশে এরকম কিছুই ঘটেনি। অথচ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন।’

স্বাস্থ্যসেবা বিষয়ে রুহুল কবীর রিজভী বলেন, ‘দেশের স্বাস্থ্য খাতের সঠিক উন্নয়ন হলে, অবকাঠামোগত উন্নয়ন হলে, দেশের মানুষ ভারতে চিকিৎসা নিতে যেতেন না। একই বই, একই পদ্ধতি বিশ্বের চিকিৎসকরা অনুসরণ করেন।তারপরও দেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে যান। এটার পরিবর্তন একমাত্র দেশের চিকিৎসকগণ ঘটাতে পারেন।’

এ সময় তিনি ক্রিকেটার তামিম ইকবালের বিষয়ে উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগ দেশের চিকিৎসকদের ওপর আস্থা নষ্ট করেছে। দেশের মানুষকে ভারতমুখী করেছে। কিন্তু দেশেও যে সুচিকিৎসার ব্যবস্থা আছে, তার প্রমাণ ক্রিকেটার তামিম ইকবাল।তাকে দেশের চিকিৎসকরাই সুস্থ করে তুলছেন।’

তিনি আরো বলেন, ‘বিভিন্ন সময় ভাইরাল ভিডিওতে শেখ হাসিনার যেসব বক্তব্য শোনা যায়, তাতে তার অত্যাচারী মনোভাবই প্রকাশ পায়। তাদের মধ্যে এখনো ক্ষমতার লোভ কাজ করছে।’

এ সময় ড্যাব রংপুর মেডিক্যাল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. মাহামুদুল হক সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা ড্যাবের আহ্বায়ক ডা. মো. খালেকুজ্জামান বাদল, সদস্যসচিব অধ্যাপক ডা. মো. দেলওয়ার হোসেন সরকার, ড্যাব রংপুর মেডিক্যাল কলেজ শাখার সাবেক সভাপতি ডা. আকমল হাবিব চৌধুরী, ড্যাব রংপুর মেডিক্যাল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সদস্যসচিব শামসুজ্জামান সরকার, মহানগর ড্যাবের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায়, সদস্যসচিব ডা. শরিফুল ইসলাম ননতু, রংপুর মেডিক্যাল কলেজ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. শরিফুল ইসলাম মন্ডল।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ড্যাব রংপুর মেডিক্যাল কলেজ শাখার সদস্য অধ্যাপক ডা. মো. জাবেদ আখতার, ডা. এবিএম মারুফ হাসান প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *