নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে এক নারী ও এক পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধায় উপজেলার বাড়িয়াছনি এলাকায় ও বরুনা এলাকা থেকে পৃথক এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গৃহবধু সুমা আক্তার বাড়িয়াছনি এলাকার আউয়ালের স্ত্রী ও রায়হান বরুনা এলাকার মনোয়ার হোসেনের ছেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সোমবার সন্ধায় বাড়িয়াছনি এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে গৃহবধু সৃমা আক্তার। স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
অপরদিকে, সন্ধ্যা ৭ টার দিকে বরুনা এলাকায় তাইজুল নামে এক ব্যক্তির বাড়ীতে সিলিং ফ্যানের সাথে রশি পেচানো অবন্থায় রায়হানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে ময়নাতন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে জানা যাবে বলে ওসি জানান।
লাশ দুটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।