Jaijaidin

সংকটাপন্ন চিত্রনায়িকা অঞ্জনার অবস্থা

Shah Alam Soulav
1 Min Read

ঢাকাই সিনেমার প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান ভালো নেই। গুরুতর অসুস্থ হয়ে তিনি এখন হাসপাতালে।

তার অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তার ছেলে নিশাত রহমান মনি।

তিনি বলেন, আমার আম্মুর অবস্থা বেশ সংকটাপন্ন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

জানা গেছে, গেল ছয়দিন ধরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছেন অঞ্জনা।

মনি বলেন, আম্মুর প্রায় ১৫ দিন আগে থেকে জ্বর শুরু হয়। এক পর্যায়ে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। এরপরই আমরা তাকে হাসপাতালে ভর্তি করি।

অঞ্জনা রহমানের শারিরীক অবস্থা জানিয়ে তিনি আরও বলেন, চিকিৎসরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন যে, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। তাকে আপাতত হাসপাতালেই থাকতে হবে। আরও কিছু টেস্ট করতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে এক সময়ে ঢাকাই সিনেমার অন্যতম মুখ ছিলেন অঞ্জনা রহমান। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

২০০৮ সালে মুক্তি পায় অঞ্জনার সর্বশেষ সিনেমা ‘ভুল’। তবে সিনেমায় বর্তমানে নিয়মিত না থাকলেও সিনেমা সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত মুখ তিনি। জুনিয়র থেকে সিনিয়র সবার সঙ্গেই সদা হাস্যোজ্জ্বল।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *