যাযাদি ডেস্ক
জুলাই-আগষ্ট গণঅভ্যুন্থানে নিহত রূপগঞ্জের শহীদ জিসান হত্যা মামলা থেকে আসামীদের নাম বাদ দিতে বাদীর পরিবারের সদস্য তাহসান হোসেন মোল্লাকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা।
সোমবার সকালে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন শহীদ জিসানের চাচা ও অপহৃত তাহসান হোসেন মোল্লা, জিসানের বাবা আলমগীর হোসেন মোল্লা, জাহাঙ্গীর হোসেন মোল্লা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, গত বছরের ৩০ জুলাই রূপগঞ্জের ছাত্রনেতা জিসানকে আওয়ীলীগের দোষররার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ৩০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা করা হয়। ওই মামলা থেকে আসামীদের নাম বাদ দিতে বিভিন্ন ভাবে হুমকী-ধামকী দিয়ে আসছে আসামীরা। এতে কোন কাজ না হলে, গত ২২ মার্চ শনিবার বিকেলে হাটাবো এলাকার আম্বার মিলের সামনে থেকে শহীদ জিসানের চাচা তাহসান হোসেন মোল্লাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায় স্থানীয় বিএনপি নেতা দিপু ভুইয়ার কর্মী-সমর্থকরা। পরে গাউসিয়া মার্কেটের নিচে একটি কক্ষে তাঁকে আটক করে রাখা হয়।
এসময় আসামীরা বিভিন্ন ভাবে নির্যাতনের করে। মামলা তুলে নিতে হুমকী দেয়। অন্যথায়, তাকে সহ পরিবারের লোকজনের বড় কোন ক্ষতি করে ফেলবে বলে হুমকী দেয়। অপহরনের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অপহরণ ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠ বিচার ও বাদীর পরিবারের নিরাপত্তার দাবী করেন বক্তারা।#