Jaijaidin

তামিমের হার্টে রিং পরানো হয়েছে

Shah Alam Soulav
1 Min Read

যাযাদি ডেস্ক

লাইফ সাপোর্টে থাকা তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হসপিটালের কার্ডিওলোজি বিভাগের ডা. মনিরুজ্জামানের তত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নেমে অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তাকে বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে তাকে ঢাকা আনার চেষ্টা করা হয় হেলিকপ্টার যোগে। তবে পরিস্থিতি ছিল না অনুকূলে।

পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল। হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। হার্টে ব্লক ধরা পড়েছে তার।

আজ সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মুখোমুখি হয়েছে তামিমের মোহামেডান। খেলা শুরুর আগে নির্ধারিত সময়ে টসও করেছেন অধিনায়ক তামিম। পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি। খেলা শুরুর আগে বুকে ব্যথা অনুভব করায় বিকেএসপির কাছেই বেগম ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির আজকের বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় ১৯তম বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *