Jaijaidin

রক্তদানে রিভ গ্রুপের দেড় যুগের ধারাবাহিকতা

Shah Alam Soulav
3 Min Read
রিভের গ্রুপ সিইও এম. রেজাউল হাসান রক্ত দিচ্ছেন

যাযাদি ডেস্ক

প্রায় দুই দশক ধরে নিয়মিত রক্তদান কর্মসূচি আয়োজন করে আসছে দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান রিভ গ্রুপ। ২০০৪ সাল থেকে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের সহযোগিতায় এ পর্যন্ত ৬০টিরও বেশি ব্লাড ক্যাম্প আয়োজন করেছে প্রতিষ্ঠানটি, যার মাধ্যমে দুই হাজারের বেশি ইউনিট রক্ত সংগ্রহ করে মুমূর্ষু রোগীদের সহায়তা করা হয়েছে।

রিভ গ্রুপের অন্যতম মানবিক উদ্যোগ হলো প্রতি রমজান মাসে ধারাবাহিকভাবে রক্তদান ক্যাম্প আয়োজন করা— যা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার (CSR) অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।


রক্ত দান করছেন ফ্যাশন হাউস লা রিভ-এর সিইও এবং রিভ গ্রুপের সহ -প্রতিষ্ঠাতা মুন্নুজান নার্গিস

সম্প্রতি রমজান উপলক্ষে রিভ গ্রুপের প্রতিষ্ঠান— দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড লা রিভ এবং বহুজাতিক সফটওয়্যার কোম্পানি রিভ সিস্টেমস’সহ রিভ গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠান তিন দিনব্যাপী একটি রক্তদান কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিষ্ঠানের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ক্যাম্পে এবার সংগ্রহ করা হয় ১০১ ব্যাগ রক্ত, যা কোয়ান্টাম ল্যাবের মাধ্যমে অসহায় রোগীদের মাঝে সরবরাহ করা হয়।

এ প্রসঙ্গে রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, ‘আমরা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা থেকে রক্তদানের মতো মহৎ কর্মসূচির আয়োজন করে থাকি। আমাদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ নিয়মিতভাবে আয়োজনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। আমরা কৃতজ্ঞ আমাদের সহকর্মীদের প্রতি, যাদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। একইসঙ্গে, আমরা কৃতজ্ঞ কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম এবং সর্বোপরি পরম করুণাময় স্রষ্টার প্রতি।’

কোয়ান্টাম ব্লাড প্রোগ্রামের কো-অর্ডিনেটর শেখ মোহাম্মদ ফয়সল বলেন, ‘প্রতি বছর রমজানে রিভ সিস্টেমস ও লা রিভ যে আন্তরিকতা ও দায়বদ্ধতা নিয়ে রক্তদান কর্মসূচির আয়োজন করে, তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় দৃষ্টান্ত। আমরা রিভ গ্রুপের এই ধারাবাহিক মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’


রিভ গ্রুপের ক র্মীরা আনন্দঘন পরিবেশে রমজানে রক্ত দান করছেন

রিভ গ্রুপের প্রথম প্রতিষ্ঠান, রিভ সিস্টেমস ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি বহুজাতিক সফটওয়্যার কোম্পানি যার সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত। এর ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে ঢাকা ও ভারতে। রিভ সিস্টেমস মূলত টেলিকমিউনিকেশন সফটওয়্যার ও চ্যাটবট প্রযুক্তিতে কাজ করে এবং বিশ্বের বিভিন্ন দেশে গ্রাহক রয়েছে। এ ছাড়া লা রিভ, রিভ গ্রুপের ফ্যাশন ব্র্যান্ড। দেশের অন্যতম এই ফ্যাশন ব্রান্ডটি বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরসহ ২৫টিরও বেশি শোরুম রয়েছে এবং আন্তর্জাতিকভাবে সিঙ্গাপুরেও কার্যক্রম চালাচ্ছে। এ ছাড়া রিভ গ্রুপের ড্রেজিংসহ অন্যান্য কার্যক্রম রয়েছে।

উল্লেখ্য, কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের মাধ্যমে প্রতি মাসে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণি বিতানে ব্লাড ক্যাম্প আয়োজন করা হয়। তাদের প্রত্যাশা, দেশের অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানও যদি নিয়মিত এমন আয়োজন করে, তাহলে দেশের রক্তচাহিদা পূরণে বড় ভূমিকা রাখা সম্ভব হবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *