Jaijaidin

ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের প্রতিবাদ সমাবেশ

Shah Alam Soulav
2 Min Read

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলী গণহত্যার প্রতিবাদ এবং অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে বন্দর উপজেলাধীন মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে (২১ মার্চ) শুক্রবার বাদ জুমআ মদনপুর বাস স্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে।

মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মুফতি নুরুদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফেজ মাজহারুল ইসলাম ভূঁইয়ার সার্বিক সমন্বয়ে ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ ইসমাঈলের সঞ্চালনায় মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের উপদেষ্টা মুফতি শিবলী নোমানী, মাওলানা সাইফুল ইসলাম ও মাওলানা মনিরুজ্জামান, মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাথে সম্পৃক্ত মুফতি তাজুল ইসলাম, মুফতি ইব্রাহিম খলিল ফারুকি, মুফতি ওসমান গনি, মুফতি মোঃ সাইফুল্লাহ, মুফতি সাইফুল্লাহ ও মুফতি আব্দুল্লাহ আল হাবীব বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, ‘১৭ রমজান ঐতিহাসিক বদর দিবসে হামলা করায় প্রমাণ হয়ে গেছে এ হামলা বা যুদ্ধ কোন দেশের বিরুদ্ধে নয়, এ যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে করছে ইহুদিরা। ইহুদিদের সকল পণ্য আমরা বয়কট করবো এবং মদনপুরে কোন ইহুদিদের পণ্য যাতে বিক্রি করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।

ইহুদিদের পণ্য কোনগুলো সেগুলো চিহ্ন দিয়ে লিফল্যাট বানিয়ে তা বর্জনের আহবান জানিয়ে সকলের কাছে লিফল্যাট বিতরণ করতে হবে এবং সরকারের কাছে দাবী করবো যাতে ইহুদিদের কোন পণ্য আমাদের দেশে আমদানী না করা হয়। অনতিবিলম্বে মুসলমানদের উপর হামলা বন্ধের দাবী জানাচ্ছি। আমরা ফিলিস্তিন ও লেবাননের মুসলমানদের পক্ষে সর্বদা আছি এবং থাকবো ইনশাআল্লাহ’। এদিন মদনপুর ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরামগণ ও অসংখ্য তৌহিদী জনতা মিছিল নিয়ে উক্ত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *