Jaijaidin

লক্ষ্মীপুরে দুই শিশু ধর্ষনের পৃথক ঘটনায় দুইজন গ্রেফতার

Shah Alam Soulav
1 Min Read

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে সদরের চরউভূতি ও রায়পুরের চরমোহনা এলাকায় দুই শিশুকে ধর্ষনের চেষ্টার পৃথক ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নির্যাতিত দুই শিশুর প্রত্যেকের বয়স ৬ বছর। বুধবার রাতে নির্যাতিত ওই দুই শিশুর মা রায়পুর ও সদর থানায় পৃথকভাবে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত মনির হোসেনও রিপন হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার চকবাজার থেকে রিপন হোসেন ও রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় থেকে রিপন হোসেনকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও ভূক্তভোগী দুই শিশুর স্বজনরা জানায়, ১৮ মার্চ বিকেলে সদর উপজেলার ভবানীগঞ্জের চরভূতি এলাকায় ৬ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দিয়ে ধর্ষনের চেষ্টা করে রিপন হোসেন নামে এই বখাটে। অপরদিকে রায়পুর উপজেলার চরমোহনা এলাকায় অপর শিশুকে একই কায়দা ডেকে নিয়ে সুপারীবাগানে ধর্ষনের চেষ্টা করে অভিযুক্ত রিপন হোসেন। বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে একটি প্রভাবশালী চক্র দুইটি ঘটনায় মিমাংসার নামে ধামাচাপা দেয়ার চেষ্টা করে। পুলিশের সহযোগিতায় নির্যাতিত দুই শিশুর পরিবার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন। এরপর অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়।

সদর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ ও নিজাম উদ্দিন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *