Jaijaidin

ওসমানীনগর প্রেসক্লাব চাটুকারিতা করে না: নাসির উদ্দিন

Shah Alam Soulav
2 Min Read

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

সাংবাদিকরা সমাজের দর্পন। সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রচার ও প্রসারে সাংবাদিকদের অবস্থান কোন অবস্থায় খাটো চোঁখে দেখার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, মুক্তিযোদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ জি ওসমানীর নামানুসারে গঠিত ওসমানীনগর প্রেসক্লাব কোন দল, ব্যক্তি গোষ্টির চাটুকারিতা করে না। সততা নিরপেক্ষতা বজায় রেখে সাংবাদিকতা করলে জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, তা সাহসের সাথে মোকাবেলা করতে হবে। পৃথিবীর ইতিহাসে সাহসী সাংবাদিকদের কোন অপশক্তিই পরাজিত করতে পারেনা। বিগত দেড় দশকের সাংবাদিকতায় যতটা চাটুকারিতা ও তোষামোদি ছিল সেই দিন এখন আর নেই। এখন সত্য লিখা ও বলার উপযুক্ত সময় উল্লেখ করে নাসির উদ্দিন বলেন, ওসমানীনগর প্রেসক্লাবের প্রতিটি সদস্য এক অপরের পরিপূরক হয়ে আত্মার বন্ধনে কাজ করছেন। ক্লাবের সেই ঐক্য আজীবন ধরে রাখার আহ্বান জানান।

১৯ ফেব্রুয়ারী (বুধবার) ওসমানীনগর প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার আলীর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। প্রেসক্লাব সভাপতি শরীফ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হারুন রশিদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ক্লাবের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলেক ইসলাম, প্রবাসী কিমিউনিটি ব্যক্তিত্ব মো. লিয়াকত আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, এবি ব্যাংক পিএলসি তাজপুর শাখার শাখা ব্যবস্থাপক মো. মুনিম আহমদ। বক্তব্য রাখেন, আজকের সিলেট ডট কমের সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, দাতা সদস্য কুয়েত প্রবাসী হেলাল উদ্দিন, এস.এম মাসুদ আহমদ, মামুনুর রশিদ, জেলা প্রেসক্লাবের সদস্য মো.মশাইদ আলী, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রির্পোটার শিপন চন্দ জয়, সাংবাদিক মো. শফিউল আলম, সমাজসেবী সুলেমান খাঁন, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি মলয় চক্রবর্তী, রনিক পাল, সিনিয়র সদস্য, শাহাব উদ্দিন শাহীন, সাইফুর এম রেফুল, কোষাধ্যক্ষ ইব্রাহীম খান ইমন, প্রচার সম্পাদক সঞ্জব আলী, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য জুয়েল আহমদ প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *