সোনারগাঁ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিমেন্ট রেডি মিক্স গাড়ীর ধাক্কায় এক ডেলিভারি ম্যান নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় মেনিখালি সেতুর পাশে ঢাকা গামী লেনে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,বিকেলে মোটরসাইকেল নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সিমেন্ট রেডি মিক্স গাড়ীর ধাক্কায় এক ডেলিভারি ম্যান নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় মেনিখালি সেতুর পাশে ঢাকা গামী লেনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো: রাফি(২৫) তার গ্রামের বাড়ী নোয়াখালী। সে বর্তমানে সোনারগাঁয়ে বাসা ভাড়া নিয়ে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রাব্বি মিয়া জানান, বিকেলে মোটরসাইকেল নিয়ে একজন ডেলিভারি ম্যান যাওয়ার পথে সিমেন্টের রেডিমিক্স গাড়ীর সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। আশেপাশে থাকা লোকজন ও আমরা দৌড়ে সেখানে গিয়ে দেখি সে ঘটনাস্থলেই মারা যায়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, সড়ক দূর্ঘটনায় একজন যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।