যাযাদি ডেস্ক
প্রকাশিত সংবাদে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের কার্যকরী সভাপতির নাম ভুল উল্লেখ করেছে বলে প্রতিবাদ জানিয়েছেন আবদুল মান্নান।
তার স্বাক্ষরিত ওই প্রতিবাদ লিপিতে বলা হয়, গত ৪ মার্চ বহুল প্রচারিত যায়যায়দিন-এর অনলাইনে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের বিক্ষোভ সভায় বিভিন্ন নেতার পদবীর উল্লেখ করা হয়েছে যাহা সঠিক নয়, তাই আমি এর প্রতিবাদ করছি।
প্রতিবাদ লিপিতে তিনি বলেন,” সঠিক পদবী উল্লেখ করত সংশোধিত প্রতিবেদন প্রকাশ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। আপনার অবগতি ও সুষ্ঠু প্রতিবেদন প্রকাশের জন্য কমিটির তালিকা এতদসংগে প্রেরণ করা হলো। পরে সংযুক্তিতে দেখা যায়, বিগত ০৮-১১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি আবদুল মান্নান। সংবাদে কার্যকরী সভাপতি মো. বজলুল করিম-এর নাম উল্লেখ করা হয়েছিল।”