সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার পৌর দুলালপুর এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, রাত ১০ টার পরে দুলালপুরের নিস্তব্ধ এ রাস্তায় ২/৩ দিন আগে রাতের কোন এক সময় অজ্ঞাত এই যুবককে অন্যত্র হত্যা করে পানিতে ফেলে চলে গেছে। মসজিদের পাশের পুকুর হওয়ায় ফজর নামাজ শেষে লাশটি ভাসতে দেখে থানায় খবর দিলে সোনারগাঁ থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুলালপুর গ্রামের বাবুল জানান, পৌরসভার আইনশৃঙ্খলার ভয়ংকর অবনতির কারনে চোর, পাকাতের ভয়ে পৌরবাসী রাতে ঘুমাতে পারছে না। গত ১৭ মার্চ নোয়াইল গ্রামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির পর ১৮ তারিখ রাতে দুই ডাকাত জনতার হাতে আটক হওয়ার পর দুপুর ১২ টায় লাহাপাড়া গ্রামে আরেক ডাকাত আটক হয়। সে আতঙ্ক শেষ না হতেই দুলালপুর গ্রামের পুকুরে সকালে লাশ ভাসতে দেখা যায়। তিনি বলেন, আমরা এ অবস্থার পরিবর্তন চাই।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, সোনারগাঁ পৌরসভার দুলালপুর এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে অন্যত্র হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে পালিয়ে গেছে ঘাতকরা। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়।