যাযাদিপ্র ডেস্ক
আমেরিকান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার খুলনার ডুমুরিয়ায় রমজান উপলক্ষে বিশেষ দোয়া এবং ইফতার মাহফিল এর আয়োজন করে।
এতে স্থানীয় চারটি মসজিদ এবং একটি মাদ্রাসাসহ গ্রামের সহস্রাধিক মানুষ ইফতারে অংশগ্রহণ করেন। সেখানে চার শতাধিক “নিত্যদিন শত হাদিস” বই বিতরণ করা হয়।
এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যাক ইন মোশন এর ব্যবস্থাপনা পরিচালক এবং কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ এর সম্মানিত মোমেন্টিয়ার ডা: মো: আবদুল্লাহ ইউসুফ।
আলোচনায় তিনি রমজানে সেহেরি ও ইফতারে সঠিক খাদ্যাভাস এবং হাদিস পাঠের গুরুত্ব তুলে ধরেন। প্রোগ্রামের বিশেষ আকর্ষণ ছিল কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি ইউএসএ এর উদ্যোগে চার শতাধিক নতুন হাদিস পকেটবুক: “নিত্যদিন শত হাদিস” বিতরণ। এরকম চমৎকার জীবন ঘনিষ্ঠ এবং সহজ বাংলায় হাদিস সংকলন পেয়ে শিশু থেকে বয়োবৃদ্ধ সবার মাঝেই উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় ।