Jaijaidin

লক্ষ্মীপুর জেলা যুবদলের সংবাদ সম্মেলন

Shah Alam Soulav
2 Min Read

লক্ষ্মীপুর প্রতিনিধি

আওয়ামীলীগ নেতাকে যুবলীগ নেতা পরিচয়ে সংবাদ প্রচার করায় লক্ষ্মীপুর জেলা যুবদলের সংবাদ সম্মেলন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবদুল আলিম হুমায়ুন ও যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন সংবাদ সম্মেলনের আয়োজন করে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করছেন ‘যদি যুবদলের কেউ সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে লিপ্ত হয়’। সেই দায়ভার জেলা যুবদল নিবে না। এবং অভিযুক্ত ব্যক্তিদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিকট সোর্পদ করার নির্দেশনা দেন যুবদলের শীর্ষ ৩ নেতা।৷ আনোয়ার সম্রাট কে ১০ বছর আগেই যুবদল থেকে বহিস্কার করা হয়েছে।

সে স্থানীয় আওয়ামীলীগ সন্ত্রাসী আলমগীর মেম্বারের সহযোগী ছিলো।

সংবাদ সম্মেলনে জানানো, গত ১৫ ও ১৬ মার্চ তারিখে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে ‘লক্ষ্মীপুরে বেড়িবাঁধ সংস্কার কাজের ঠিকাদার থেকে চাঁদা না পেয়ে ৬ শ্রমিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠে যুবদল নেতা আনোয়ার সম্রাটের বিরুদ্ধে’। বাস্তবিক অর্থে আনোয়ার হোসেন সম্রাট যুবদলের কেউ নয়। তাকে ১০ বছর পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। এরপর থেকে সেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়।

এ দিকে সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন বলেন লক্ষ্মীপুরে চিহ্নিত ভূমিদস্যু যুবদল নেতা সালাহ্ উদ্দিনের বিরুদ্ধে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করা হবে।

সালাহ্ উদ্দিন সদর উপজেলার চর রহমনী মোহন ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। সেই গতবছর ৫ আগস্টের পর থেকে মেঘনা নদীর তীরবর্তী এলাকার কৃষকদের ফসল ও মানুষের জমি জোরপূর্বক দখল করে আসছে তার বাহিনীর সদস্যদের নিয়ে। সালাহ্ উদ্দিনের ভয়ে চরঅঞ্চল মানুষ চাপা আতঙ্কে জীবনযাপন করে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *