Jaijaidin

যেসব এলাকায় বৃষ্টির আভাস, ৬ জেলায় মৃদু তাপপ্রবাহ

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

দেশের ছয় জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ফরিদপুর, রাজশাহী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা এবং পাবনার ঈশ্বরদী উপজেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ শুক্রবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দেশে বৃষ্টি হতে পারে। এর আগে কোথাও তাপপ্রবাহ চলে যেতে পারে, কোথাও অব্যাহত থাকতে পারে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *