Jaijaidin

পাকিস্তানে ট্রেন দখল: ১৫৫ জিম্মি উদ্ধার, ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের দখল করা ট্রেনের জিম্মি যাত্রীদের মধ্য থেকে অন্তত ১৫৫ জনকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। উদ্ধার অভিযানে অন্তত ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

মঙ্গলবার বেলুচিস্তানের বোলান জেলার কাছে জাফর এক্সপ্রেস নামে ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিচ্ছিন্নতাবাদীরা। বুধবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে।

কোয়েটা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দূরে মাশকাফ টানেলের কাছে বিচ্ছিন্নতাবাদীরা জাফর এক্সপ্রেসে হামলা চালিয়ে নিরাপত্তা সদস্যসহ চার শতাধিক যাত্রীকে জিম্মি করে। পরে নিরাপত্তা বাহিনী উদ্ধার অভিযান শুরু করে।

বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ট্রেনে হামলার দায় স্বীকার করে মঙ্গলবার এক বিবৃতিতে বলছিল, ছয় সামরিক সদস্য নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও পাকিস্তান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, নিরাপত্তা বাহিনী এখন পর্যন্ত নারী ও শিশুসহ প্রায় ১৫৫ জন যাত্রীকে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করেছে।

নিরাপত্তা সূত্র জানায়, এ পর্যন্ত নিরাপত্তা বাহিনী ২৭ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে। বাকি হামলাকারীদের নির্মূল করতে অভিযান অব্যাহত রয়েছে। যাত্রীদের মধ্যে আহত ৩৭ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিরাপত্তা সূত্রের বরাতে রেডিও পাকিস্তান জানায়, জাফর এক্সপ্রেসে কাপুরুষোচিত হামলার জন্য দায়ী বিচ্ছিন্নতাবাদীরা আফগানিস্তানে তাদের সহযোগীদের সঙ্গে যোগাযোগ করছে।

প্রতিবেদনে বলা হয়, বিচ্ছিন্নতাবাদীরা কিছু নিরীহ জিম্মির একেবারে কাছেই আত্মঘাতী হামলাকারীদের মোতায়েন করেছে। তাদের পরনে রয়েছে বিস্ফোরকভর্তি জ্যাকেট।

পরাজয়ের শঙ্কায় বিচ্ছিন্নতাবাদীরা নিরীহ যাত্রীদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। আত্মঘাতী হামলাকারীরা তিনটি পৃথক স্থানে নারী ও শিশুদের জিম্মি করেছে। এ কারণে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালিত হচ্ছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *