Jaijaidin

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াতের শীর্ষ নেতাসহ আহত ৩

Shah Alam Soulav
1 Min Read

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শুরা সদস্য মাস্টার রুহুল আমিনসহ ৩জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (০৮ মার্চ) দুপুরে উপজেলার কমলনগর কলেজের সামনে প্রাইভেট-কারের চাকা পিষ্ট হয়ে ট্রাকের ধাক্কায় দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা গেছে, ট্রাকের ধাক্কায় প্রাইভেট-কার ধুমড়ে মুচড়ে যায় এবং আহতদের চিকিৎসার জন্য কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মো.আকরাম হোসাইন বলেন, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন মাষ্টার রামগতিতে সাংগঠনিক প্রোগ্রামে যাওয়ার পথে প্রাইভেট কারের চাকা ব্লাস্ট হয়ে চলতি ট্রাকের সাথে ধাক্কা লেগে পড়ে যান। প্রাইভেট কারে থাকা ৩জনই গুরুতর আহত হন। জেলা আমীরের হাত ৩ ভাঙ্গা ও পা ভেঙ্গে গেছে। উনাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এদিকে জেলা জামায়াতের নায়েবে আমীর জহিরুল ইসলাম ও ড্রাইভার জাকির হোসেন সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।

উপজেলা থানা ইনচার্জ(ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রাইভেট কারের চাকা ব্লাস্ট হয়ে জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিনসহ ৩জন গুরুতর আহন হয়েছে এবং ট্রাক আটক করে হেফাজতে রাখা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *