Jaijaidin

হামাসকে গাজা ছাড়ার আল্টিমেটাম দিলেন ট্রাম্প

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসের হাতে বন্দি সব জিম্মিদের মুক্তি না দেওয়া হলে উপত্যাকাটিতে আরও ধ্বংসযজ্ঞের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে হামাস নেতাদের উপত্যকাটি ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য একটি আল্টিমেটামও দিয়েছেন ট্রাম্প। খবর এএফপির।

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলকে দৃঢ়ভাবে সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তিনি কাজ শেষ করার জন্য ইসরাইলের যা যা প্রয়োজন তা পাঠাচ্ছেন। প্রসঙ্গত, ট্রাম্প প্রশাসন এরইমধ্যে ইসরাইলকে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে।

হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মিদের দেখার পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘এখনই সব জিম্মিকে মুক্তি দিন, পরে নয়। অবিলম্বে আপনাদের হত্যা করা সব জিম্মির মরদেহ ফিরিয়ে দিন, না হলে সবকিছু শেষ হয়ে যাবে। ’

ট্রাম্প হামাসের উদ্দেশে আরও লেখেন, এটি আপনাদের জন্য শেষ শেষ সতর্কীকরণ। নেতাদের জন্য এখনই গাজা ছেড়ে যাওয়ার সময়। এখনও আপনাদের সুযোগ আছে।

মার্কিন প্রেসিডেন্ট লেখেন, ‘গাজার জনগণের উদ্দেশ্যে: একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, কিন্তু যদি জিম্মিদের ধরে রাখো তাহলে তা নয়। যদি রাখো তাহলে তুমি মৃত!’

এর আগে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দেন, গত ৭ অক্টোবরের হামলায় আটক জিম্মিদের যদি হস্তান্তর না করা হয়, তাহলে ‘এমন পরিণতি হবে যা কল্পনাও করা যাবে না’। তার এই হুমকির পরই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *