যাযাদি ডেস্ক
ঢাকার হাজারীবাগ থানার আওতাধীন সেকশন, ট্যানারি মোড় ও হাজারীবাগ কাঁচাবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ দুপুরে রমনা ক্রিইম ডিভিশন, ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান আহম্মেদ এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা ফল-সবজির দোকানসহ বিভিন্ন ছোটবড় দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়া, কেউ যেন সরকার নির্ধারিত মূল্য ব্যতিরেকে ঊর্ধ্বমূল্যে দ্রব্যমূল্য বিক্রয় করতে না পারে সেজন্য বাজার মনিটরিংও করা হয়।
এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেছে হাজারীবাগ থানা পুলিশের একটি দল।
অভিযানের বিষয়ে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ইমরান আহম্মেদ বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে কেউ যেন সরকার নির্ধারিত মূল্য ব্যতিরেকে ঊর্ধ্বমূল্যে দ্রব্যমূল্য বিক্রয় করতে না পারে সেজন্য বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার জন্য আমরা ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করছি।
একইসঙ্গে, রাস্তা বন্ধ করে যত্রতত্র দোকান বসিয়ে সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটে এমন দোকান পাটও উচ্ছেদ করা হয়েছে বলে জানান তিনি।