Jaijaidin

ওয়াসা ভবনে জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের বিক্ষোভ কর্মসূচি

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র রিপোর্ট

পদোন্নতি, চাকুরি স্থায়ীকরণ এবং আওয়ামী দোসরদের বদলীর দাবিতে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারস্থ ওয়াসা ভবনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এ সময় ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মো. আজিজুল আলম খান বলেন, শিক্ষানবিশ পাম্পচালকসহ বিভিন্ন পদে বৈষম্যের স্বীকারদের অবিলম্বে পদোন্নতি দিতে হবে। তাকসিমের প্রেতাত্মা উপসচিব আওয়ামী দোসর কানিজ ফাতেমাকে অবিলম্বে প্রশাসন থেকে সরিয়ে ট্রেনিং সেন্টারে বদলির দাবি জানানচ্ছি। মাস্টাররোলে কর্মরতদের নিয়মিত করতে হবে। অনেকে ২৪-২৫ বছর ধরে চাকরী করলেও নিয়মিত করা হচ্ছে না। তাকসিমের আমলে আওয়ামী পন্থীদের নিয়মিত করা হয়েছিল। ওই সময় শ্রমিক লীগের ৭ জনকে নিয়মিত করা হয়েছে। এখনো ৩৩৬ জন মাস্টার রোলে কর্মরত রয়েছেন। হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায় আছে। এমনকি মন্ত্রণালয়েরও তাদের পক্ষে সুপারিশ রয়েছে।

বক্তারা বলেন, জাতীয়তাবাদীর সমর্থক হওয়ায় দীর্ঘদিনের পুঞ্জীভূত দাবিগুলো পুরণ করেনি তাকসিম এ খান। দাবিগুলোর যত দ্রুত সম্ভব পূরণ করা এবং বিভিন্ন কি পয়েন্টে যারা আওয়ামী দোসর রয়েছে তাদের সরাতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন পাটোয়ারি, কার্যকরী সভাপতি মো. বজলুল করিম, কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান, মাহবুবুর রহমান, সাইদুর রহমান, ফজলুর রহমান বাদল, মাজহারুল ইসলামসহ আঞ্চলিক পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *