Jaijaidin

২৯ সিভিল সার্জনকে ওএসডি

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

দেশের ২৯ জন সিভিল সার্জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

গতকাল রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন জারি করে তাদের ওএসডি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব সনজীদা শরমিন।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৬ মার্চের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন।

অন্যথায় ৯ মার্চ হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ওএসডির আদেশ পাওয়া ২৯ সিভিল সার্জন হলেন-বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিন, শরিয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ পরান, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, নোয়াখালীর সিভিল সার্জন ডা. ইফতেখার, পিরোজপুরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, ঝালকাঠির সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম, ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন, পাবনার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, শেরপুরের সিভিল সার্জন ডা. মুহাম্মদ জসিম উদ্দিন, জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক, পটুয়াখালীর সিভিল সার্জন ডা. এস এম কবির হোসেন, মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. মহীউদ্দিন, নেত্রকোণার সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, ঠাকুগাঁওয়ের সিভিল সার্জন ডা. নূর নেওয়াজ আহমেদ, গাইবান্ধার সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, জয়পুরহাটের সিভিল সার্জন ডা. রুহুল আমিন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মাহমুদা আখতার, কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, বরগুনার সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মন্ডল, নওগাঁর সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম, রংপুরের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. মোকছেদুল মোমিন, লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *