Jaijaidin

মহাসড়কের রেস্তোরাঁগুলোতে বসছে ইএফডি মেশিন

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

দেশের সব মহাসড়কে অবস্থিত ভ্যাটযোগ্য হোটেল রেস্তোরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) অথবা সেলস ডাটা কন্ট্রোলার (এসডিসি) মেশিন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিঅর)।

রোববার (২ মার্চ ) তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে এনবিআর।

সারাদেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল রেস্তোরাঁগুলোতে ইলেকট্রনিক ভ্যাট চালান ইস্যু না করায় সরকারি কোষাগারে যথাযথভাবে ভ্যাট জমা হচ্ছে না মর্মে সচেতন ভোক্তারা অভিযোগ করছেন। মহাসড়কের রেস্তোরাঁগুলোতে ২৪ ঘণ্টা ব্যবসায়িক কার্যক্রম চলে। অনেকে ভ্যাট আদায় করলেও সঠিকভাবে তা জমা দেন না।

এনবিআরের মূসক বাস্তবায়ন অনুবিভাগ থেকে জারিকৃত পত্রে মাঠ পর্যায়ের সব কমিশনারদের দেশের সব মহাসড়কে অবস্থিত হোটেল ও রেস্তরাঁগুলোতে বাধ্যতামূলকভাবে ইএফডি/এসডিসি মেশিন স্থাপন করতে প্রতিদিনের লেনদেন নিয়মিতভাবে মনিটর করে যথাযথ পরিমাণ ভ্যাট আদায়ের জন্য জরুরি নির্দেশনা প্রদান করেন।

জেনেক্স আইটি জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে যৌথভাবে গত কয়েক বছর ধরে ইএফডি মেশিন স্থাপন ও এর সার্বিক পরিচালনার মাধ্যমে আইভিএএস সিস্টেমে সব লেনদেনের তথ্য সন্নিবেশের কাজ করছে। মহাসড়কের দোকান রেস্তেরাঁয় ইএফডি বা এসডিসি বসানোর মাধ্যমে সে উদ্যাগের প্রসারণ ঘটবে।

দেশের অর্থনীতির চাকা সচল রাখার জন্যে বর্তমান সরকার বিভিন্ন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে। সে লক্ষে এনবিআর রাজস্ব আদায়ের জন্য নতুন নতুন করদাতা চিহ্নিতকরণ ও ভ্যাটের হার পরিবর্তনের পাশাপাশি রাজস্ব ফাঁকি ঠেকানোর জন্য মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা প্রদান করেছে। এনবিআর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আইনানুগ রাজস্ব আদায়ের ক্ষেত্রে করদাতাদের সঙ্গে সেবামূলক মনোবৃত্তি বজায় রাখার নির্দেশনা প্রদান করেছে।

ভ্যাট নেট প্রসারিত করার ক্ষেত্রে মহাসড়কের সব রেস্তোরাঁয় থেকে কেনাকাটা করার সময় ইলেকট্রনিক চালান বা রসিদ গ্রহণের জন্য ভোক্তাদের অনুরোধ করেছে এনবিআর। ভ্যাট চালান গ্রহণ না করলে ক্রেতারা যে ভ্যাট পরিশোধ করেছেন তা সরকারি কোষাগারে জমা হবে না। ভ্যাট পরিশোধকারীদের প্রতি মাসে এনবিআর ইএফডি মেশিন জেনারেটেড ভ্যাটের রশিদগুলোর মধ্য হতে লটারির মাধ্যমে বিজয়ী ভ্যাটদাতাদের শতাধিক পুরস্কার প্রদান করবে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *