যাযাদিপ্র ডেস্ক
পিরোজপুর জেলায় ‘বৈঠাকাটা’ নামে নতুন একটি উপজেলা গঠনের দাবি উঠেছে। এই দাবির পরিপ্রেক্ষিতে সরকারি-বেসরকারি পর্যায়ে ইতোমধ্যে কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।
নতুন এই উপজেলা গঠিত হলে পিরোজপুর জেলা ‘বি’ গ্রেড থেকে ‘এ’ গ্রেডে উন্নীত হবে। ফলে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে লোকবল বৃদ্ধি, জেলায় উন্নয়ন বরাদ্দসহ বিভিন্ন সুবিধা বৃদ্ধি পাবেবলে জানা গেছে।
১৯৮৮ সালের আগে পিরোজপুর জেলার মান ছিল ‘এ’ গ্রেড। তখন জেলার বানারীপাড়া উপজেলাকে পিরোজপুর থেকে কেটে বরিশাল জেলার সঙ্গে সংযুক্ত হওয়ার পর এই জেলা ‘এ’ গ্রেড থেকে ‘বি’ গ্রেডে পরিণত হয়। ফলে বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক সুবিধা থেকে বঞ্চিত হয় পিরোজপুর।
সম্প্রতি পিরোজপুর প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় সাবেক অর্থ সচিব ও বর্তমানে পল্লী কর্মসংস্থান প্রকল্পের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে এ বিষয়টি অবহিত করা হয়। তিনি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে এ সংক্রান্ত বিশেষ পদক্ষেপ নেয়ার জন্য বলেন।
জেলা প্রশাসক প্রেস ক্লাবের ওই সভায় জানান, পিরোজপুরে বৈঠাকাটা নামে পিরোজপুর জেলায় একটি নতুন উপজেলা সৃষ্টি করা গেলে জেলার উপজেলার সংখ্যা হবেআটটি এবং জেলাও ‘এ’ গ্রেডের মর্যাদা পাবে। এ সময় প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিকরা নাজিরপুর উপজেলার বৈঠাকাটা
বাজার এলাকাকে উপজেলায় রূপ দেয়ার প্রস্তাব করলে এই উদ্যোগের নতুন সূচনা হয়। গত ৭ ফেব্রুয়ারি ঢাকার আগারগাঁওয়ে বৈঠাকাটা সমিতি, ঢাকার সদস্যদের এক মিলনমেলায় এলাকার বাসিন্দারা বৈঠাকাটা উপজেলা গঠনের দাবি পুনরায় তুলে ধরেন। ঢাকাস্থ বৈঠাকাটা সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট এবিএম আনিসুজ্জামান জানান, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন, কলারদোয়ানিয়া ইউনিয়ন, দেউলবাড়ি-দোবরা ইউনিয়ন, মালিখালী ইউনিয়ন, নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন (আংশিক) এবং বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়ন ও ইলুহার ইউনিয়ন নিয়ে এই নতুন উপজেলা গঠনের দাবি করে আসছেন স্থানীয়রা। বৈঠাকাটা বাজারটি পিরোজপুর জেলার নাজিরপুর ও নেছারাবাদ এবং বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিমের দুটি ইউনিয়ন বিশারকান্দি ও ইলুহারের সংযোগ স্থলে অবস্থিত।