Jaijaidin

বইমেলায় উদীয়মান লেখক মোঃ রকিবুল ইসলাম ছাবির এর কাব্যগ্রন্থ ‘সাদা ক্যানভাস’

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

 

এবারের অমর একুশে বইমেলা-২০২৫-এ উদীয়মান লেখক ও শিল্পী মোঃ রকিবুল ইসলাম ছাবির কবিতা ও গদ্যের সংকলন ‘সাদা ক্যানভাস’ প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা পাললিক সৌরভ। বইটির প্রচ্ছদ এঁকেছেন পাললিক সৌরভের শিল্পীদল। বইমেলায় ৭৩২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

‘সাদা ক্যানভাস’-এর গল্প ও শৈলী

এই গ্রন্থের প্রেক্ষাপট সম্পর্কে লেখক ছাবি বলেন, “জীবন এক সাদা ক্যানভাসের মতো। প্রতিটি মুহূর্তে আমরা রঙ তুলি আঁকিঁ—কখনো আনন্দের উজ্জ্বল আভা, কখনো বিষাদের নীলছোপ। এই সংকলনে আছে কবিতা, ক্ষুদ্রগল্প, চিঠি আর দৈনন্দিন জীবনের টুকরো অভিজ্ঞতা। শহরের ফুটপাথ থেকে গ্রামের উঠোন, সম্পর্কের জটিলতা থেকে স্বপ্নের স্পর্শ—সবই যেন সাদা ক্যানভাসে এক জীবন্ত শিল্পকর্ম।”

প্রথম গ্রন্থ প্রকাশের অনুভূতি

প্রথম বই প্রকাশ নিয়ে ছাবির মিশ্র অনুভূতি। তিনি বলেন, “কবিতা লেখার সময় আমি নির্মাতা নই, শুধু একজন পর্যবেক্ষক। জীবনকে ক্যানভাস বানিয়ে শব্দের রঙে ফুটিয়ে তোলার এই যাত্রায় ভয় ও উত্তেজনা দুই-ই আছে।”

পাঠকের প্রতি বার্তা

পাঠকদের জন্য তাঁর বার্তা সংক্ষিপ্ত ও স্পষ্ট: “এই বইয়ে কোনো বড় গল্প নেই। আছে আপনার-আমার মতো সাধারণ মানুষের ছোট ছোট মুহূর্ত। প্রতিটি পাতায় হয়তো খুঁজে পাবেন নিজের জীবনেরই কোনো প্রতিচ্ছবি।”

বইমেলার ৭৩২ নম্বর স্টলে পাললিক সৌরভ-এর স্টল থেকে সংগ্রহ করতে পারেন এই বিশেষ সংকলন। ছাবির সাহিত্যযাত্রায় শুভকামনা!

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *