Jaijaidin

মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা, তল্লাশি

Shah Alam Soulav
3 Min Read

যাযাদিপ্র ডেস্ক

‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তরুণ নির্ভর নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হবে।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশস্থলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সমাবেশে আগতদের মেটাল ডিটেকটর ও আর্চওয়ে দিয়ে তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, সংসদ ভবনের পশ্চিম পাশের গেটের সামনে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মূল মঞ্চ তৈরি করা হয়েছে। বাঁশ-কাঠের তৈরি মঞ্চের ব্যানারে লাগানো হয়েছে ডিজিটাল ডিসপ্লে। আর সংসদ ভবনের পশ্চিম পাশের গেইটের সামনের সমাবেশস্থলে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। সেখানে আর্চওয়ে স্থাপন করা হয়েছে।

সেই আর্চওয়ে পার হয়েই সমাবেশস্থলে প্রবেশ করতে হচ্ছে সমাবেশে আগতদের। পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়েও প্রবেশকারীদের তল্লাশি করা হচ্ছে। যাদের সঙ্গে ব্যাগ রয়েছে তাদের ব্যাগ খুলে পরীক্ষা করা হচ্ছে। প্রবেশপথ ছাড়াও অনুষ্ঠানস্থলের মাঝামাঝি স্থানে আরেকটি আর্চওয়ে দিয়ে তল্লাশি করা হচ্ছে।

আয়োজকদের নিজস্ব তল্লাশি ব্যবস্থা ছাড়ও সমাবেশস্থলে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ সদস্যদের দেখা গেছে। গোয়েন্দা সংস্থার লোকজনদেরও আশপাশে দেখা গেছে।

এদিকে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামের নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আসতে শুরু করেছেন ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল থেকে দলে দলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানিক মিয়া এভিনিউয়ে আসছেন।

আগতদের মধ্যে রাজধানী ছাড়াও বিভিন্ন জেলার মানুষ রয়েছেন। তাদের কারো কারো কপাল জাতীয় পতাকা বাঁধা থাকতে দেখা গেছে। গণঅভ্যুত্থানে আহত অনেককেও আসতে দেখা গেছে।

জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশের গেটের সামনে মানিক মিয়া এভিনিউতে সড়কে ওপরে তৈরি করা হয়েছে আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চ। মঞ্চের মুখ করা হয়েছে পূর্বমুখী, খামারবাড়ির দিকে। মঞ্চের সামনে কিছুটা জায়গা রেখে তিন স্তরে চেয়ার ও সোফা দেওয়া হয়েছে অতিথিদের জন্য। মঞ্চের পেছনের অংশে তাঁবু টাঙিয়ে অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশ্রামাগার।

সড়কের ওপর মঞ্চ তৈরি করায় মিরপুর সড়কের আড়ং থেকে খামারবাড়িমুখী রাস্তা বন্ধ রয়েছে। আড়ং মোড়েই ব্যারিকেড দিয়ে সেটি বন্ধ করে দেওয়া হয়। ফলে সেই রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে খামারবাড়ি থেকে আড়ং অভিমুখী রাস্তা খোলা রয়েছে। সেই রাস্তায় যান চলাচল করছে। এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউয়ের মাঝখানের ক্রসিং খোলা থাকায় সেখান দিয়ে যানবাহন ইউটার্ন নিতে পারছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আগতদের জন্য সমাবেশস্থলে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও আয়োজকদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগার। এ ছাড়া ঢাকা ওয়াসার পক্ষ থেকে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *