Jaijaidin

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ ২৩ শে ফেব্রুয়ারি’২৫(রোববার)দুপুরে মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটির একটি হোটেলে ব্যাপক কর্মসূচী পালন করে।

অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শিশু-কিশোরদের মাঝে চিত্রাংকন প্রতিযেগিতা এবং দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা।

সংগঠনের সভাপতি এডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি ও মুখপাত্র হারান কান্তি সেন -এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সঞ্জয় দেব। পুরস্কার বিতরনী ও আলোচনা সভায় উদ্বোধক ও প্রধান অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক তানভীর তারেক, বিশেষ অতিথি হিশেবে উপস্হিত ছিলেন মিশিগান থেকে প্রকাশিত “বাংলা সংবাদ” পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস ও বিশিষ্ট লেখক -গীতিকার ইশতিয়াক রুপু,সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রহমান,কবি নারায়ন গুপ্ত,শাহরিয়ার আহমেদ প্রমুখ! অনুষ্ঠানের শুরুতে জাতীয়সংগীত ও ভাষার গান পরিবেশন করেন শর্মিলা দেব শর্মী ।
আলোচনা সভায় প্রধান অতিথি লেখক -সাংবাদিক তানভীর তারেক বলেন-” প্রবাসে বাঙালী সংস্কৃতিকে জাগিয়ে রাখার জন্য এই ধরণের আয়োজন অবশ্যই মাইল ফলক হয়ে থাকবে!
বিশেষ অতিথি সাংবাদিক ইকবাল ফেরদৌস বলেন-ইউএস বাংলা ডায়েরি’র এই ধরণের কর্মসূচীতে তিনি ও তাদের প্রতিষ্ঠানকে আগামীতে স্পন্সর করলে কৃতার্থ থাকবেন!
বিশেষ অতিথি লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু বলেন-প্রবাসে এমন কর্মসূচীতে নিজেদের সন্তানদের এগিয়ে দেয়ার জন্য উপস্হিত সকল পিতা-মাতাকে সাধুবাদ জানান!
শেষ পর্বে প্রতিযাগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়!

“ক” গ্রুপের অংকনের বিষয় ছিল বাংলাদেশের জাতীয় পতাকা ও “খ” গ্রুপ উন্মুক্ত চিত্রাংকন।
(ক) গ্রুপে ১ম হয় সত্যজিৎ পাল ২য় প্রতিষ ধর ও ৩য় পুরস্কার অর্জন করে অবন্তী দাশ এবং (খ) গ্রুপে ১ম হয় প্রতূয্যা ধর ২য় ঋত্বিক দে এবং ৩য় পুরস্কার লাভ করে সত্যব্রত পাল।
আবৃত্তিতে পুরস্কৃত হয় প্রত্যূষা ধর ও প্রতিষ ধর।

সংগীত প্রতিযোগিতায় (ক) গ্রুপে ১ম হয় প্রতীষ ধর ২য় সত্যজিৎ পাল এবং ৩য় হয় রণেশ দে।(খ) গ্রুপে ১ম হয় প্রত্যূষা ধর ২য় পুরস্কার লাভ করে সত্যব্রত পাল।

এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহনকারী সব প্রতিযোগিকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *