Jaijaidin

পঞ্চম বিয়ে করায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে খুন

Shah Alam Soulav
2 Min Read

চট্টগ্রাম ব্যুরো

পঞ্চম বিয়ে করায় স্বামী মো. আলাউদ্দিনকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে খুন করেছেন চতুর্থ স্ত্রী নুর জাহান বেগম। পুলিশ আলাউদ্দিনের লাশ উদ্ধার করার পর স্ত্রী নুর জাহানকেও হেফাজতে নিয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম মহানগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেন জোড়া খাম্বা সংলগ্ন মর্জিনার মার কলোনির একটি ভবনে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশমার (জনসংযোগ) মাহমুদা বেগম রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রবিবার সকালে পুলিশ আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ সময় ঘটনাস্থলে থাকা চতুর্থ স্ত্রী নুর জাহানকেও হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

খুনের শিকার মো. আলাউদ্দিন (৩৬) নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতি অলম বাজার মইন উদ্দিনের ছেলে। তিনি হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ০৬ নম্বর লেইনের হাজী রফিক সাহেবের বাসায় ভাড়া থাকতেন। তার স্ত্রীর নাম নুর জাহান বেগম (২৩)। তিনি নোয়াখালী মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের কন্যা।

পুলিশ জানায়, চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আলাউদ্দিন পঞ্চম বিয়ে করেছেন। এর আগে তিন স্ত্রীকেও তালাক দেননি আলাউদ্দিন। পঞ্চম বিয়ের ঘটনা জেনে ক্ষুব্ধ হন স্ত্রী নুর জাহান বেগম। এর জের ধরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে বাসার মধ্যেই ধারালো দা দিয়ে স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নুর জাহান। খুনের শিকার আলাউদ্দিন পেশায় রিকশাচালক ও দিনমজুর বলে জানিয়েছে পুলিশ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *