Jaijaidin

সাংবাদিক ইলিয়াসকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সোহেল তাজ

Shah Alam Soulav
2 Min Read

যাযাদিপ্র ডেস্ক

সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে নিয়ে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। বিষয়টি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিজের অবস্থান জানিয়ে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সোহেল তাজ।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ইলিয়াস হোসেন ও নিজের স্ক্রিনশট যুক্ত করে ওই পোস্টে সোহেল তাজ লিখেন, ‘এ বিষয়ে আমার চ্যালেঞ্জ- প্রমাণ করো, না পারলে নাকে খত দিতে হবে। একটি স্বার্থান্বেষী মহল থেকে আমার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডকে ঘিরে জঘন্য মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

আমি এর তীব্র নিন্দা জানাই এবং এই ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।’

সঠিক সময়ে আমি যথাযথ প্রমাণ সহকারে এই মিথ্যাচারের জবাব দেব জানিয়ে তিনি আরো লিখেন, ‘তখন এ সব মিথ্যাচারীদের নাকে খত দিতে হবে। আমি বরাবরই বলে এসেছি যে, বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে আমি সার্বিকভাবে সহায়তা করতে প্রস্তুত। আমার ফেইসবুক পোস্ট (১৮/০৮/২০২৪): সত্য বের হয়ে আসবে- ইনশাআল্লাহ।

বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান সেনাবাহিনীর মেরুদণ্ড ৫৭ জন সেনা অফিসারসহ ৭৩ জন শহীদ যারা পিলখানার সেই জঘন্য হত্যাযজ্ঞের শিকার হয়েছিল তাদের পরিবারের জন্য অন্তত কিছু সান্ত্বনা হবে যদি সঠিক তদন্ত ও বিচারের মাধ্যমে তারা “Justice” পায় আমি যেকোনো পুনর্তদন্তে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিতে প্রস্তুত।’

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লিখেন, ‘আমার ফেসবুক পোস্ট (১৫/০৮/২০২৪): সত্য বলার সময় এসেছে- সত্যিই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান (honor) আর মর্যাদা (dignity) এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল। আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন তাদের উদ্দেশে বলব- এই কাজটা ঠিক না।

আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম স্তম্ভিত হয়েছিলাম, আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনর্তদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ গুলো বলতে চাই।’
সবশেষে তিনি লিখেন, ‘আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশে বলব- don’t worry এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসব না- আপনারাই যথেষ্ট।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *