Jaijaidin

প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটেননি সিয়াম

Shah Alam Soulav
1 Min Read

২০২৫ সালে মুক্তি পাবে সিয়াম-বুবলীর ‘জংলি’। তার আগেই এক ফেসবুক স্ট্যাটাসে অভিনেতা জানালেন, এই সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা।

একইসঙ্গে শুটিংয়ের জন্য কতটা আত্মত্যাগ, পরিশ্রম করেছেন সেই গল্প।

নতুন বছর শুরুর আগেই ‘জংলি’ লুকে সিয়াম তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে লেখেন, অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। ‘জংলি’ আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এই বছর।

সিয়ামের কথায়, ‘হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো তবুও প্রায় ৭ মাস চুল-দাড়ি কাটি নি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’

সিয়াম স্ট্যাটাসে আরও উল্লেখ করেন, এই বছরের সবটুকু যার নামে করে দিয়েছি, সেই ‘জংলি’ নিয়ে আসছি আগামী বছর। আপনারা সিনেমাহলে আসবেন, আমাদের গোটা টিমের প্রচণ্ড ভালোবাসা ও কষ্টের ‘জংলি’ দেখবেন সিনেমাহলে বসে, এটাই আমার কামনা। ‘জংলি’ আসছে, আসছে দারুণ চমক নিয়েই, ২০২৫ সালে।

ট্রাডেজি ও মসলাদার অ্যাকশন ধাঁচের সিনেমা ‘জংলি’। যেখানে সিয়াম, বুবলী ও দীঘি ছাড়াও আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *