Jaijaidin

সাপলুডুতে শুদ্ধাচার শিখি

Shah Alam Soulav
1 Min Read

যাযাদিপ্র ডেস্ক

আর মাত্র এক ঘর পেরুলেই ১০০। এমন সময় ঘুঁটি পড়ল সাপের মুখে। ব্যাস! ঘুঁটি সোজা নেমে এলো তেইশ নম্বর ঘরে। প্রতিপক্ষ তো ভীষণ খুশি। হৈ-হুল্লোড়ে মাতোয়ারা। সাপে কাটা আর মইয়ে ওঠার পুরনো এই খেলাটি নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সেবামূলক সঙ্ঘ কোয়ান্টাম ফাউন্ডেশন। সাপলুডুতে শুদ্ধাচার শেখার উদ্দেশ্যে প্রকাশিত এ খেলার নাম রাখা হয়েছে শুদ্ধাচার লুডু।

সাপের মুখে কোল্ড ড্রিংস, ধূমপানসহ মাদক থাকা মানে তাকে সাপে কেটে শিক্ষা দেবে এগুলো অর্থের অপচয় ও স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। দুর্ব্যবহার করলে ব্যর্থতা ও অশান্তি আবার মইয়ের মাথায় সমৃদ্ধির জন্যে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি। এমন সব শুদ্ধাচারে সাজানো বোর্ডে শিশুরা যেমন খেলতে খেলতে শিক্ষা নিতে পারবে তেমনি বড়দের মধ্যেও বয়ে যেতে পারে শুদ্ধাচারের সচেতনতা। পাশাপাশি শিশুদের মোবাইল আসক্তি দূর করাসহ পারিবারিক বন্ধন তৈরি, ঘরে ঘরে উৎসবমুখর পরিবেশ আনতে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই ইনডোর গেমের জুরি নেই। একপাশে সাপলুডু অন্যপাশে ভালো ভাবনা, ভালো বলা, ভালো করা এবং ভালো থাকার আহ্বান নিয়ে ঘরে ঘরে ফিরে আসুক পারিবারিক পুরনো এ গেম। আলোকিত হোক সকল পরিবার। এমনটাই উদ্দেশ্য প্রকাশক-আয়োজকদের।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *